Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কর্মকর্তার জীবন বৃত্তান্ত

 

 

 

 

 

জনাব মোঃ নাজমুল হক ১৯৮৯ খ্রিস্টাব্দে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ডেভেলপমেন্ট স্টাডিজ” বিভাগ থেকে বি.এস.এস. সম্মানসহ এম.এস.এস. ডিগ্রি লাভ করেন । এছাড়া তিনি আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করেও উপর্যুক্ত বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করেন ।   

 

তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৩৫তম বিসিএস থেকে গত ০১/০৮/২০১৭ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসাবে “সাব-রেজিস্ট্রার” পদে যোগদান করেন । এছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে বাণিজ্য মন্ত্রণালয়, প্রশাসন-৫, বাংলাদেশ সচিবালয়, ঢাকা কর্তৃক গত ১৫/১১/২০১৫ খ্রিস্টাব্দ তারিখে ইস্যুকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের “সহকারী পরিচালক (১ম শ্রেণি)” পদে নিয়োগ লাভের যোগ্যতা অর্জন করেন ।

 

জনাব মোঃ নাজমুল হক কর্মজীবনের শুরুতে দেশের একটি স্বনামধন্য বে-সরকারি ব্যাংকের প্রবেশনারী অফিসার পদে যোগদান করেন এবং স্বল্প সময়ের মধ্যে ব্যাংকের তিনটি বিভাগেই (সাধারণ, বিনিয়োগ ও বৈদেশিক বিনিময়) অসাধারণ পেশাগত দক্ষতা অর্জন করেন ।  এইসময় তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন নিবন্ধ লেখেন যা দেশের বাণিজ্য ও অর্থ সম্পর্কিত প্রধান দৈনিক সংবাদপত্র “The Financial Express” এ প্রকাশিত হয় । তাঁর প্রকাশিত নিবন্ধগুলোর উল্লেখযোগ্য শিরোনাম হলঃ “BD-RTGS System: A landmark in inter-bank transaction”, “Promoting Green Banking” প্রভৃতি ।